বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের যুদ্ধ ঘোষণা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টায় বাহুবল মডেল থানার সীমানা প্রাচীর উঁচুকরণ ও কাঁটাতার স্থাপনের ফলক উম্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে  ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ধরণের উদ্যোগ হাতে নিয়েছে। চা বাগানে বসবাসকারী শ্রমিকদের মাঝে যে সব পরিবার মাদকমুক্ত তাদের তালিকা করে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। এতে অন্যান্য চা শ্রমিক পরিবারও মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ হবে। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ প্রশাসন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মোঃ আসকর আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, এসআই মোস্তাফিজুর রহমান, ফুয়াদ হোসেন, ইদ্রিছ আলী, এএসআই সাঈদ মন্ডল, মাজেদ মোস্তফা, রিয়াদ হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জাহির মিয়া তালুকদার, ইসলাম উদ্দিন, প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com