শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টায় ধানমন্ডি-৩২এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিকনির্দেশনায় সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্বাঞ্জলি অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সবুর, সোহেল রানা, শেখ শামিম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আজাদ আকবর লিমন, সাঈদ মোহাম্মদ শাকিল, ঢাকা মহানগর দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি চেঙ্গিস খান রাজু, কেন্দ্রীয় সংসদের ত্রান সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি আদিল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাজি ওসমান অপু, জাতীয় আইন কলেজের ওয়ালিউল্লাহ জুয়েল, বেলাল মন্ডল, রাশিদা, রোকেয়া সুলতানা , মেনুকা, মাইকেল, রাজু, রুমানা চৌধুরী, সিলভিয়া, সিটি ল কলেজ শাখার হিমেল, নাজিয়া আক্তার নিশি, এ্যানি, সাহিন হাসান মেট্রোপলিস আইডিয়েল ল কলেজ শাখার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক নাজমা আক্তার নীলা, সাওন সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিনের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু। তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশকে আঘাত। আর যারা বাংলাদেশকে আঘাত করেছে তারা দেশদ্রোহী। দেশদ্রোহীর ছাড় নাই, বঙ্গবন্ধুর বাংলায়। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ।

তিনি আরোও বলেন, বিজয়ের মাসে আরেক বিজয় এসেছে আমাদের। অনেক কাঠখড়, ঘাত-প্রতিঘাত, গুজব আরও কতো বাধা পেরিয়ে অবশেষে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। বিজয়ের মাসে এ যেন আরেকটি মহাবিজয়। এই স্বপ্ন বুননে চোখ মেলে তাকালো পুরো জাতি, পুরো বিশ্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালীর অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি সাফল্যের গৌরবগাঁথা। বাংলাদেশ বিজয়ের মাসে দেখিয়ে দিল আমরা নিজ পায়ে দাঁড়াতে পারি। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি জাতির এগিয়ে যাওয়ার প্রতীকও। জাতির মাথা উঁচু হয়েছে এতে। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সশ্রদ্ধ ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এবাদে ঢাকার বাহিরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা, মশিউর রহমান ল কলেজ শাখা, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ ল কলেজ শাখা, জিনাইদা জেলা, কক্সবাজার ল কলেজ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, টাংগাইল জেলা, নরসিংদী জেলা, চাঁদপুর জেলা, পটুয়াখালী জেলা, সিরাজগঞ্জ ল কলেজ, কুরিগ্রাম জেলা, নারায়ণগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, কুস্টিয়া জেলা সহ বিভিন্ন ইউনিট নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে।

প্রেস রিলিজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com