মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১৭ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : দলের বিপর্যয় কাটাতে ফিফটি করে টাইগার সমর্থকদের কিছুটা স্বস্তি উপহার দেন মুশফিকুর রহীম। তবে ব্যাটিংয়ে ধৈর্য্যরে পরিচয় দিলেন না তিনি। গুরুত্বপূর্ণ সময়ে রিভার সুইপ খেলতে গিয়ে ক্রিজ ছাড়তে হলো বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুনের ধীর ব্যাটিংয়ে ১০৫ রানে শেষ হয় দ্বিতীয় দিন। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ফিফটি হাঁকান। তবে মাত্র ৪ রান যোগ করেই বিদায় নিলেন তিনি। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে রাকিম কর্নওয়ালের বলে রিভার সুইপ খেলতে গিয়ে কাইল মায়ার্সের তালুবন্দি হন। বিদায়ের আগে ১০৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মুশফিক।