বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

লাকসামে হতদরিদ্র পরিবারের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি উপজেলার বাকই, কান্দিরপাড়, মুদাফরগঞ্জ ইউনিয়ন ও পৌরসভা কর্ম এলাকার হতদরিদ্র চব্বিশটি পরিবারের মাঝে উনিশটি সেলাই মেশিন এবং পাঁচটি ভ্যানগাড়ি বিতরণ করেছে।

বুধবার দুপুরে পৌর এলাকার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নম্বর ওয়ার্ড গ্রাম উন্নয়ন কমিটির (বিডিসি) সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরিক্ষত ওয়ার্ড কাউন্সিলর নাসিমা আক্তার, রেনেসাঁ ওয়েলফেয়ার সভাপতি শাহাবুদ্দিন তুহিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মোঃ মহাসিন খান, মানিক লাল সরকার, লাকি গমেজ প্রমুখ।

লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার জানান, উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডের হতদরিদ্র মানুষের জীবন মানোন্নয়নে ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এর অংশ হিসেবে চব্বিশটি হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন এবং ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

এতে সুবিধাভোগীরা হলেন পৌর এলাকার শ্রীপুর গ্রামের বেগম, হাজেরা বেগম, পেয়ারাপুর গ্রামের হালিমা বেগম, সবিতা বর্মণ, নশরতপুর গ্রামের আবুল কালাম, রেহানা বেগম, কান্দিরপাড় ইউনিয়নের রনচৌ গ্রামের রশিদা বেগম, হেলেনা বেগম, অশ্বতলা গ্রামের ফাতেমা বেগম, বানু বেগম, ছনগাঁও গ্রামের সুলতান বেগম, নোয়াপাড়া গ্রামের অনিমা দেবনাথ, মুদাফরগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আমেনা বেগম, তাসলিমা বেগম, বোয়ালিয়া গ্রামের রপিয়া বেগম, মাহমুদা বেগম, মাসুদ আলম, পাশাপুর গ্রামের রুজিনা বেগম, বাকই ইউনিয়নের কোটইশা গ্রামের মরিয়ম বেগম, রুজিনা বেগম, মরিয়ম বেগম, মরিয়ম বেগম, বরইগাঁ গ্রামের পারমিতা সিংহ এবং পান্না আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com