বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ করা হয়েছে।

সোমাবার (১৯এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে মোবাইফোনে কৃষকদের মধ্যে বক্তব্য প্রদানের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বেে এ বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, কৃষি সম্প্রসারন কর্মকতা সিপন মিয়া, রকেন্দ্র শর্মা, উপজেলা প্রেসক্লোবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, উপজেলার ৯ ইউনিযনে মোট ১৭০০ কৃষককে বীজ ও সার বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com