শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

১৮ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের টিকা গ্রহণের বয়সসীমা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে সাধারণ নাগরিকদের টিকা গ্রহণ ও নিবন্ধনের সর্বনিম্ন বয়সসীমা ছিল ২৫ বছর।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

শামসুল হক বলেন, এখন থেকে ১৮ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে। এছাড়া টিকাদান প্রক্রিয়াটি ১২ থেকে ১৭ বছর করার চিন্তাও করছে সরকার। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে বলেও জানান এই কর্মকর্তা।

টিকা কর্মসূচির পরিচালক বলেন, এর আগে টিকার গ্রহণের বয়সসীমা ছিল ২৫ বছর। করোনা প্রতিরোধে সেটি কমিয়ে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। ১৮ বছর বয়সীদের নিবন্ধন কার্যকর করতে আইসিটি বিভাগ কাজ করছে, সেটি সম্পন্ন হলেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার স্কুলগামী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনতে কাজ করছে। ১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীকে শিগগিরই টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে আরও জানা গেছে, স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের বাধ্যবাধকতা রেখেছেন তারা। টিকার সার্বিক শৃঙ্খলা আনতেই টিকা নিবন্ধনের জন্ম সনদের বিষয়টি রাখা হচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com