রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

বরেণ্য রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি শাহ মাহবুবুর রহমানের ইন্তেকাল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৬ বারের সাবেক চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি শাহ মাহবুবুর রহমান শফিক ইন্তেকাল করেছেন (ইন্না………রাজিউন)। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রবিবার (১৩ মার্চ) বেলা আড়াইটায় পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শাহ মাহবুবুর রহমান শফিক দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, কিডনি ও বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি ১৯৭৭ইং থেকে ২০০৩ইং পর্যন্ত একটানা ৫ বার পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। মধ্যখানে কয়েক বছর অবসরে থাকার পর ২০১১ সালে পুটিজুরীবাসী আবার তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৬ সালে তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। এছাড়া তিনি ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মহকুমা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করার পর পরবর্তীতে কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ছাড়াও বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। আইয়ুব বিরোধী আন্দোলনে তাকে কারাবরণ করতে হয়েছিল। এলাকায় সততা ও আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com