বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে শোবিজ তারকারা

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল চারপাশে। এ ডামাডোলে যোগ দিয়েছেন শোবিজ জগৎও। অনেক অভিনয়শিল্পী ও সংগীত তারকারা এবারের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন। শোবিজে জনপ্রিয়তা অর্জনের পর দেশের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তারা। এরই মধ্যে অনেক তারকা নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা সমাবেশেও অংশ নিয়েছেন। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়েছেন তিনি।
আগামী নির্বাচনে প্রার্থী হয়ে নিজেকে জনসেবায় নিয়োজিত করতে চান তিনি। সোহেল রানা বলেন, আমি মানসিকভাবে প্রস্তুত। এখন দলীয় প্রেসিডেন্ট আমাকে যেখান থেকে ইলেকশন করতে বলবেন সেখানেই কাজ করবো। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আমি জনসংযোগ চালিয়েছি। বেশকিছু সভা-সমাবেশে অংশ নিয়েছি। আওয়ামী লীগের ব্যানারে নীলফামারী-২ আসন থেকে জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি হয়েছেন। বর্তমানে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। দল ও নেত্রীকে ভালোবেসে  এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হতে চান। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এ অভিনেতা। চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়ক ফারুক। অভিনয়ের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন মানুষের হৃদয়ে। আর হৃদয়ের মণিকোঠায় পৌঁছে যাওয়া এ মানুষটিই কাজ করতে চান তাদের জন্য। গাজীপুর-৫ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন। তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র নেব। মাননীয় প্রধানমন্ত্রী যদি চান তাহলে আমার এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া প্রসঙ্গে ফারুক বলেন,  ব্যানার ও পোস্টার ছাপালেই তো প্রচারণা হয়ে যায় না। মানুষের হৃদয়ে অবস্থান করে তাদের জন্য কাজ করার ইচ্ছাটাই তো আসল। আমি মনে করি, মানুষ আমাকে ভালোবাসেন। তাদের ভালোবাসাস্বরূপ আমি নির্বাচন করলে জয়ী হবো। গতকালই আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন।
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কবরী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে এমপি হয়েছিলেন। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এজন্য শনিবার ধানমণ্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলা সিনেমার এই কিংবদন্তি। মনোনয়ন পেলে কবরী নির্বাচন করবেন ঢাকা-১৭ আসন থেকে। তিনি বলেন, আমাদের নেত্রী যদি আমাকে আবারো সুযোগ দেন তবে আমি সেই সুযোগ কাজে লাগাবো। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। ফোক সম্রাজ্ঞীখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ আওয়ামী লীগের ব্যানারে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত এমপি। এর আগেও তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি ছিলেন। এই নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।  জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তারকাখ্যাতি থাকলেও বর্তমানে তারানা হালিম তথ্য প্রতিমন্ত্রী। টাঙ্গাইল-৬ আসন থেকে এই নির্বাচনে লড়াই করতে চান তিনি। এ জন্য আগে থেকেই বেশ প্রস্তুতি নিয়ে রেখেছেন তারানা হালিম। পাশাপাশি দল থেকে মনোনয়নের প্রত্যাশায় শনিবার সকাল ১১টার দিকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসে নিজেই মনোনয়ন ফরম নেন। এর আগে দুইবার সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন তারানা। এবারই প্রথম সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস আগে থেকেই আওয়ামী লীগ সমর্থিত একজন কর্মী। তিনি যথারীতি নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়)-এ আসা-যাওয়া করেন। এবার আওয়ামী লীগ দলনেত্রীর কাছে মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন। এদিকে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবেও বর্তমানে কাজ করছেন তিনি। দলের হয়ে নিজ নির্বাচনী এলাকায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) গত দুই বছরেরও বেশি সময় ধরে সময় দিচ্ছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণায় অংশ নিচ্ছেন  তিনি। নন্দিত এ অভিনেত্রীর ইচ্ছে, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হয়ে ফেনী-৩ এর জন্য নিয়মিত কাজ করবেন। গত শুক্রবার মনোনয়ন ফরম বিক্রির শুরুর দিনই ফরম সংগ্রহ করেছেন। রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই বড় হয়েছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের জন্য আমার অনেক অবদান রাখা উচিত। তাই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নিতে চাই। ব্ল্যাক ডায়মণ্ডখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে দলটির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্মস্থান নীলফামারীর-৪ আসন (সৈয়দপুর এবং কিশোরগঞ্জ) তার নির্বাচনী এলাকা। কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি কয়েক বছর আগেই এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি। নির্বাচনে অংশ নেয়া এবং মনোনয়ন পাওয়া প্রসঙ্গে বেবী নাজনীন জানান,  আপাতত নির্বাচন এবং মনোনয়ন নিয়ে ভাবছি না। রাজনৈতিক ষড়যন্ত্রের মামলায় কারাগারে আছেন আমাদের চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে আমরা তার মুক্তির বাইরে অন্য কিছু চিন্তা করছি না। আগে বেগম জিয়ার মুক্তি, পরে নির্বাচন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির সমর্থক। দলটির পক্ষে এবারের নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। দলের শীর্ষ মহল থেকে জানা গেছে, তার মনোনয়ন প্রায় নিশ্চিত। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আরেক শোবিজ তারকার নাম হেলাল খান। ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিয়ে হেলাল খান দলের হয়ে কাজ করতে চান সুনামগঞ্জে। নির্বাচনে অংশ নিতে প্রায় প্রস্তুত চলচ্চিত্র অভিনেতা নায়ক উজ্জলও। অভিনয়ের পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেক আগে থেকেই। দল থেকে মনোনয়ন চান এই প্রবীণ অভিনেতাও। বিএনপির প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত সংগীতশিল্পী মনির খান। বর্তমানে তিনি দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও অংশ নিতে আগ্রহী। নিজের নির্বাচনী এলাকা ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, আমি নেত্রীর  দেয়া দায়িত্বে বিশ্বাসী। আমি মনোনয়ন চাইবো, তিনি যদি মনোনয়ন দেন তবে নির্বাচন করবো আর আমাকে মনোনয়ন না দিলে অন্য যাকে দেবেন তার পক্ষে কাজ করবো। অবশ্য এ মুহূর্তে দলনেত্রীর মুক্তিই বেশি মুখ্য মনে করছেন মনির খান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি। আগে তার মুক্তি তারপর নির্বাচন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বেশ আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চান তিনিও। জ্যোতি বলেন, এখনো সিদ্ধান্ত নিইনি। তবে আমার ইচ্ছা আছে দলের হয়ে নিজ এলাকার একজন প্রতিনিধি হয়ে কাজ করার। এদিকে শোবিজ থেকে ভোটযুদ্ধে নাম লিখিয়েছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল তিনি ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কেনেন। নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন চিত্রনায়ক শাকিল খান। তিনি লড়তে চান বাগেরহাট-৩ আসন থেকে। নির্বাচনে অংশ নেবেন এমন ইচ্ছা অনেকদিনের ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের। তাই শনিবার বিকালে টাঙ্গাইল-১ আসন থেকে ভোটযুদ্ধে নৌকার প্রতীকে লড়াইয়ের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সূত্র : মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com