বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের তালিকা

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে হবিগঞ্জ জেলার ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম কেনার জন্য সকালেই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজধানীতে যান প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মাহফুজা বেগম সাঈদা মনোনয়ন ফরম কিনেছেন।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজ ও মো. হারুনুর রশীদ চৌধুরী।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বর্তমান সাংসদ এডভোকেট মাহবুব আলী ছাড়াও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ মো: মুসলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এডভোকেট দেওয়ান মারুফ সিদ্দিকী, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসাইন জিতু, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুনির, প্রয়াত মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদের ছেলে নিজামুল হক রানা ও প্রকৌশলী আরিফুল হাই রাজিব মনোনয়ন ফরম কিনেছেন।

শনিবার (১০ নভেম্বর) হবিগঞ্জ জেলার চারটি আসনে আওয়ামী লীগের আরো সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

সূত্র : সিলেটভিউ২৪টিকম

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com