শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

১৬ নারী আওয়ামীলীগের মনোনয়ন পেলেন

মনিরুল ইসলাম শামিম : আওয়ামীলীগ থেকে নতুন পুরাতন মিলিয়ে ১৬ জন নারী পেয়েছেন মনোনয়নের চিঠি। প্রায় সোয়া দুইশত আসনে আজ রোববার এ চিঠি দেয়া হয়েছে প্রার্থীদের। চলমান সংসদে দলটির ১৯ নারী নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে চিঠি পাননি ৫ জন, নতুন করে যুক্ত হয়েছেন ২ জন।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে প্রথম দফায় দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তারা হলেন- প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা-১৮), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।১৫ জন নারী পেয়েছেন মনোনয়নের টিকিট। ৩০০টি আসনের মধ্যে আজ ২৩০ টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

চিঠি না পাওয়া বর্তমান এমপিগণ হলেন- স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), বেগম রেবেকা মোমিন (নেত্রকোণা-৪), সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), সৈয়দ সায়রা মহসীন (মৌলভী বাজার-৩) ও বেগম আয়শা ফেরদাউস (নোয়াখালী-৬)।
নতুন করে মনোনয়নের চিঠি পাওয়া দুই প্রার্থী হলেন- সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আখতার চৌধুরী (কক্সবাজার-৪)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com