শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

কারো জায়গা দখল হবে না, চাঁদাবাজী থাকবে না : মন্ত্রী

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কারো ক্ষতি করা যাবে না, সরকারি কর্মকতারা কোন ক্ষেত্রে দুর্নীতি করতে পারবে না, মাদকের বিরুদ্ধে আগে থেকেই জেহাদ ঘোষনা করা হয়েছে। এসব বিষয়গুলো আমার দলীয় নেতাকর্মীরা প্রশাসনের পাশাপাশি খেয়াল রেখে সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি উপরোক্ত কথাগুলো বলেছেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্চায এমপি।

পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ ভৌমিক, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম তোতা, সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য এডভোকেট আবু তাহের, উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম-আহবায়ক দলিলুর রহমান মানিক, সিনিয়র সদস্য মনিরুল ইসলাম রতন, সদস্য মোশারফ হোসেন মজুমদার, পৌর কাউন্সিলর আবদুল আলিম দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, আবদুল আউয়াল, শাহিদুল ইসলাম শাহিন, আবদুর রশিদ সওদাগর, হারুনুর রশিদ, আলী আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com