মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

কুলাউড়া সীমান্ত এলাকা থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : কুলাউড়া উপজেলার ভারতের সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, উপজেলার শরীফপুর এলাকা  থেকে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামাল মিয়া (২০) ওই উপজেলার মনোহরপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

রাজমিস্ত্রী কামালের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। সকালে গ্রামবাসীরা দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের অদূরে ও ভারতীয় তারকাঁটার বেড়া থেকে এক কিলোমিটার ভিতরে বাংলাদেশ অংশে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “নিহতের পরনে একটি জ্যাকেট ছিল; সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। নাকে হালকা রক্তের দাগ দেখা গেলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।”

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com