মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

খোয়াই নদীতে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে খোয়াই নদীতে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আরো দু’টি মেশিন বিকল করে দেয়াসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা জানান, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের টের পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

পরে খোয়াই নদীর মাছুলিয়া অংশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করা হয় বলেও জানান তিনি। অভিযানে সহযোগীতায় ছিলেন, সদর মডেল থানার একদল পুলিশ।

উল্লেখ্য, শনিবার সকালে খোয়াই নদীর যশেরআব্দা এলাকার চরে অবৈধ ভাবে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক নিহত ও ৪ শ্রমিক আহত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com