শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সাংবাদিকদের ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেলের সিনিয়র এ এস পি আশরাফুজ্জামান, পিআইবি’ এর সম্বনয়কারী ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহসভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও অ্যাডভোকেট জাহেদুল হক কচি।

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।  কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান ও পিআইবি’র সমন্বয়কারী প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com