মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মৌসুমি ও সাবিনার গোলে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের জয়ে এক ম্যাচ বাকি থাকতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নেপালেরও।

নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গলাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য কাটায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মৌসুমির গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৮৫তম মিনিটে দারুণ এক গোলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাবিনা। সাফে ভুটানের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় জয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com