বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

বাহুবলে স্বাধীনতা দিবস কাবাডি’র ফাইনালে ভাদেশ্বর ও পুটিজুরী : মঙ্গলবার ফাইনাল

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুটিজুরী ও ভাদেশ্বর ইউনিয়ন। বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯।

গত ২০ মার্চ বুধবার থানা প্রাঙ্গণে ৭টি ইউনিয়ন দলকে নিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাহুবল সদর ইউনিয়ন দলকে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে পুটিজুরী ইউনিয়ন ফাইনালে উন্নীত হয়। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সাতকাপন দলকে ২১-২৪ পয়েন্টে পরাজিত করে ভাদেশ্বর ইউনিয়ন ফাইনালের টিকিট পায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী উপস্থিত থেকে ম্যাচ দুটি উপভোগ করেন।

আগামি মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com