শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে নির্বাচনী আমেজ নেই শেষমুহুর্তেও!

নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় আগামী সোমবার অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণার এখনই শেষ সময়। তাই শেষ সময়ে ভোটরদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে জেলার সব উপজেলাতেই সাধারণ মানুষের মধ্যে ভোটের তেমন আমেজ নেই।

মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনের হাওয়া যেন একেবারেই নীরব। অবশ্য এই উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. কামাল হোসেন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তাই অন্য পদগুলোতে নির্বাচন নিয়ে ভোটরদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। মৌলভীবাজার সদর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজ আলাউর রহমান টিপু (চশমা) ও সাবেক ভিপি আব্দুল মতিন (বাল্ব)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন শাহীন রহমান (পদœাফুল), মিতা ভূইয়া (ফুটবল), মিলি আছিয়া রহমান (প্রজাপতি), রাশিদা খান (কলস)।

রাজনগর উপজেলায় আওয়ামী লীগ নেতা আছকির খান নৌকা প্রতীক নিয়ে লড়লেও দলের আরো ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তারা হলেন- বিদ্রোহী প্রার্থী মিছবাহুদ্দোজা (ভেলাই), সাতির মিয়া ও শাহজান খান। রয়েছেন আরেক স্বতন্ত্রী প্রার্থী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।

কুলাউড়া উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম। এ উপজেলায় আ.লীগের বিদ্রোহী এ কে এম শফি আহমদ সলমান ছাড়াও নবাব আলী নকি খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমলগঞ্জে চেয়ারম্যান পদে কমলগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান (নৌকা), আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্থানীয় সংসদ আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল ও ওয়ার্কার্স পার্টির আব্দুল আহাদ মিনার (হাতুড়ি)।

জুড়ী উপজেলায় আ.লীগ সমর্থিত গোলশান আরা মিলি, আ.লীগের বিদ্রোগী প্রার্থী এমএ মুহিত ফারুক ও কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড়লেখায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন (মোটরসাইকেল) এবং ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে রনধীর কুমার দেব (নৌকা), আ.লীগের বিদ্রোহী আফজল হক ও আব্দুল কাইয়ুম প্রচারণা চালাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার ৭টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ২৩ জন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩০ জন প্রার্থীসহ মোট ৮৮ জন প্রার্থী। চেয়ারম্যান পদে মৌলভীবাজার সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান। অপরদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক।

এই জেলার ৭টি উপজেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ১০ লক্ষ ৬২ হাজার ৯১১ জন ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ৪১৫ টি। মোট ভোট কক্ষ ২ হাজার ৮০৩টি।
নির্বাচনী প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা শুরু করেন প্রচারণা। প্রার্থীরা ভোর রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন। ভোটারদের মন জয় করতে বাদ যাচ্ছে না কোনো কৌশলই। কিন্তু তারপরও কাজ হচ্ছে না। কিছুতে ভোটের আমেজ ছড়াচ্ছে না। প্রার্থীরা সরব হলেও ভোটাররা যেন ঘুমন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com