বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচঙ্গে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

শিক্ষক মোজাম্মিল হোসেন খানের ফাইল ছবি।

রায়হান ইউ সুমন, বানিয়াচং থেকে : বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে অবস্থিত চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে খোদ তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির  এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার ছাত্রীর বাবা শাহাবুদ্দিন এর প্রতিকার চেয়ে বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের কাছে প্রদান করেছেন তিনি। অভিযোগের কপি ঘেটে জানা যায়, তার পঞ্চম শ্রেণি পড়ুয়া কন্যা প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে অভিযুক্ত শিক্ষক মোজাম্মিল হোসেন খানের কাছে প্রাইভেট পড়তে যান। এসময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসতে একটু দেরি করায় শিক্ষক মোজাম্মিল হোসেন খান তাকে একা পেয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ আরো বিভিন্ন ধরণের যৌন হয়রানি করেন। একপর্যায়ে ওই ছাত্রী ভয়ে বই খাতা পেলে পাশের একটি বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা বাবাকে খবর দিলে তারা তাৎক্ষনিক ওই বাড়িতে ছুতে আসেন। তারা আসার পরে তাদের সবকিছু খুলে বলে ওই ছাত্রী। অভিযোগে আরো উল্লেখ্য করা হয়- এই শিক্ষকের বিরুদ্ধে তার আগেও এরকম কয়েকটা ঘটনা রয়েছে। যা তার সহপাঠীসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অবগত। বিষয়টি গতকাল বিকাল থেকেই জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, অভিযোগের অনুলিপি পেয়েছি।  বিষয়টি নিয়ে ডিপিইও’র সাথে কথা বলেছি। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ও সত্যতা মিলেছে। তাকে সাময়িক সাসপেন্ড করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com