শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

ভারত-পাকিস্তান ম্যাচের পর পরিবারের সঙ্গ পাবেন সরফরাজরা

তরফ নিউজ ডেস্ক : বিশ্বকাপের বছরটা খুব বাজে যাচ্ছে পাকিস্তানের। এর জের ধরে বিশ্বকাপে পরিবারের সঙ্গ থেকে সরফরাজবাহীনিকে দূরে রাখার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরিবারের সঙ্গে থাকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

লম্বা সফরে মানসিকভাবে শক্ত থাকার লক্ষ্যে যেখানে প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে, স্ত্রী-সন্তান তথা পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে থাকার। যাতে মানসিকভাবে তারা শক্ত থাকতে পারে ও মনোযোগের ওপর বাড়তি চাপ না পরে সেখানে পিসিবি ভেবেছিল পরিবারের সদস্যরা সঙ্গে থাকলে মনোযোগ বিঘ্নিত হয়। ফলে নিষিদ্ধ করা হয়েছিল খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের উপস্থিতি।

তবে কেউ যদি ইংল্যান্ডে তার পরিবারের সদস্যদের রাখতে চায় সে ক্ষেত্রে ওই ক্রিকেটারকেই সকল খরচ বহন করতে হবে বলে জানানো হয়েছিল। সেক্ষেত্রেও শর্ত ছিল, ক্রিকেটাররা যে হোটেলে থাকবেন সেখানে একই রুমে থাকতে পারবেন না পরিবারের কেউ। একদিন পরেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তবে পরিবারের সঙ্গ পেতে হলে মালিক-হাফিজদের অপেক্ষায় থাকতে হবে ১৬ জুন পর্যন্ত। কারণ সেদিনই সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরবর্তীতে বিসিসিআই থেকে ক্রিকেটারদের পরিবারকে বিশ্বকাপে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত সাপেক্ষে। বিশ্বকাপ শুরুর ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগ দিতে পারবেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের এই সুযোগও দিতে চায়নি পিসিবি।

এদিকে দলের বাকিদের ব্যাপারে একটু দেরিতে সিদ্ধান্ত নিলেও আসিফ আলী ও হারিস সোহেলকে টুর্নামেন্টের শুরু থেকেই পরিবারের সঙ্গে থাকার অনুমতি দিয়ে রেখেছে পিসিবি। এর মধ্যে আসিফের দুই বছর বয়সী কন্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ব্যক্তিগত কারণে অনুমতি পেয়েছেন সোহেল। অবাক করা বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে কিন্তু ঠিকই পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের।

বিশ্বকাপের আগে বেশ অগোছালো অবস্থায় পড়েছে পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ হেরে যাওয়ার পর সর্বশেষ আফগানিস্তানের কাছেও বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচেও হেরেছে দলটি। বিশ্বকাপের আগে রোববার (২৬ মে) দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এরপর ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড (৩ জুন), শ্রীলঙ্কা (৭ জুন) ও অস্ট্রেলিয়ার (১২ জুন) মুখোমুখি হবে মিকি আর্থারের শিষ্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com