শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

লাকসামে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে: কুমিল্লা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় লাকসামে ১৬ টি বিদ্যালয়ে ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২ হাজার ২৫৯ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

লাকসাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। কারিগরী শাখায় ৫৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

এনএফ এন্ড বিএন উচ্চ বিদ্যালয়ে ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৮১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

আল আমিন ইন্সটিটিউটে ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

নরপাটি উচ্চ বিদ্যালয়ে ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৫১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।

শ্রীয়াং উচ্চ বিদ্যালয়ে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৪ জন।

আজগরা উচ্চ বিদ্যালয়ে ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১৮ জন।

ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে ১৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। গণউদ্যোগ উচ্চ বিদ্যালয়ে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬৬ জন।

এ মালেক ইন্সটিটিউশনে ১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১২৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

উত্তরদা উচ্চ বিদ্যালয়ে ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১২৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।

জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৬০ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

মুদাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৪৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয়ে ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪১ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫০ জন এবং আতাকরা উচ্চ বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com