শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে: বিমানমন্ত্রী

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করতে হবে। আমরা যখনই ঐক্যবদ্ধ হই তখনই বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হই। আর আমরা যদি দ্বিধা-বিভক্ত থাকি তাহলে আমাদের অস্তিত্ব থাকবেনা। আমাদেরকে এখন থেকে শপথ নিতে হবে। দলের স্বার্থে স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।

শনিবার (৬ মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা দলীয় নেতাকর্মীর ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। পরে নব-নির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেলসহ দলের বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহব্বান জানান তিনি।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ , বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন লিটন প্রমূখ।

বিকেলে তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১১ টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com