শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

পোশাক শিল্প লকডাউনের আওতামুক্ত রাখার দাবি

তরফ নিউজ ডেস্ক: বস্ত্র ও পোশাক খাতের চার সংগঠন পোশাকখাতসহ অন্যান্য সহযোগী শিল্পসমূহকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে।

রোববার (১১ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়।

তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, “সরকার আগামী ১৪ তারিখ থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। এই লকডাউন কর্মসূচিতে পোশাক খাতকে বাইরে রাখার আবেদন জানাচ্ছি।”

লকডাউনে পোশাক শিল্প বন্ধ থাকলে শ্রমিকরা শহর ছাড়বেন এতে দেশব্যাপী সংক্রমণের ঝুঁকি বহু গুণ বাড়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।

বিজিএমইএর নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান বলেন, ‌“শিল্প-কলকারখানাগুলোকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানাই। কারখানা চালু না রাখলে রপ্তানিতে পিছিয়ে পড়তে হবে। আবার বিশ্ববাজারও হারাতে হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com