শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

কুলাউড়ায় বনরুই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে একটি বনরুই উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বুধবার উদ্ধারের পর বিশ্বব্যাপী বিপন্ন ও বাংলাদেশে মহাবিপন্ন অবস্থায় থাকা প্রাণীটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বনবিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জারড ওয়াইল্ড লাইফ (সিইডব্লিউ) সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এক ব্যক্তি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। তিনি জানান, তার কাছে একটি বনরুই রয়েছে এবং তিনি এটি তাদের চিড়িয়াখানায় বিক্রি করতে চান। এই ফোনকলের সূত্র ধরে গতকাল বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিমের নির্দেশনায় বনবিভাগের ছয় জনের একটি দল কুলাউড়া উপজেলায় অভিযান চালায়। সে সময় জাপান পান পুঞ্জির বাসিন্দা জুয়েল দফোর কাছ থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বনরুইটি উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখেছি। কয়েকদিন সেবার পর একটু সুস্থ হলে এটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করব।’

প্রাণীটিকে উদ্ধার করতে স্বেচ্ছাসেবী সংগঠন সিইডব্লিউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com