শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

‘তবুও সব দোষ ফিলিস্তিনের’ নোয়াম চমস্কির লেখা নিয়ে ইমরান খানের যে টুইট ভাইরাল

তরফ আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নতুন উত্তেজনায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১০টি শিশুও রয়েছে। এ নিয়ে বলা চলে, গোটা বিশ্বজুড়েই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে রয়েছেন বলে টুইট করেছেন।

ইমরান টুইটে লিখেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার সাথে আছে, আমরা ফিলিস্তিনের সাথে আছি’। এর সাথে বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কির একটি লেখাও জুড়ে দিয়েছেন ইমরান।

অনেক আগে নোয়াম চমস্কি ওই লেখায় গাজার এক বৃদ্ধ লোকের প্রদর্শন করা কিছু কথা উদ্ধৃত করেছিলেন। তা হলোঃ

“তোমরা আমার পানি কেড়ে নাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার ঘরবাড়ি ধ্বংস করো, আমার চাকরি থেকে বিতাড়িত করো, আমার জমি ছিনিয়ে নাও, আমার বাবাকে বন্দী করো, আমার মাকে মেরে ফেলো, আমার দেশে বোমা মারো, আমাদের সবাইকে ক্ষুধায় মারো, আমাদের সবাইকে অপমান করো, তবুও সব দোষ আমার (ফিলিস্তিনের) : আমি পাল্টা একটি রকেট ছুড়েছি (হামলা) বলে।”

নোয়াম চমস্কির ওই লেখাটি আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিল। ইমরান টুইট করায় এখন লেখাটি আরো বেশি ভাইরাল হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com