বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারে কঠোর বিধিনিষেধ মানাতে ১১৭ ব্যক্তিকে অথদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাঊন ও কঠোর বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। গত লকডাউনের মতো ঈদ পর কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রোববার (২৫ জুলাই) জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা সদর সহ সবকটি উপজেলা জুড়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্মমান আদালতকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সদর উপজেলা সহ জেলার সবকটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১১৭ ব্যক্তিকে ৭০ হাজার ১০০ শত টাকার অর্থদন্ড প্রদান করেন। এবং দন্ডিত অর্থ তাৎক্ষনিক আদায় করা হয়। এছাড়াও জেলা ও উপজেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com