মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রচারণা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে লকডাউন ও কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে রয়েছে জেলা প্রশাসন । ঈদ পর সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও হাট বাজার এলাকায় জনসচেতনতামূলক প্রচারনা চালানো হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর উপজেলা সহ সব উপজেলায় প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্মমাণ আদালত ও জনসচেতনতামূলক প্রচারনায় অংশ নেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও আনচার বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ছিল।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ও সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে।

এছাড়াও প্রয়োজন ছাড়া অযথা কেউ বাসা-বাড়ি থেকে বের না হওয়ার পরার্মদেন। এবং জনসাধারণকে সরকার নির্ধারিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com