শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউএনও তাহমিলুর রহমানকে বাহুবল মডেল প্রেস ক্লাব-এর বিদায় সংবর্ধনা বাতিল হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের ছুটি মাছ ধরতে গিয়ে জেলের পায়ুপথ দিয়ে পেটের ভিতর কুঁচিয়া, তারপর… বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু সিলেটে টেস্টে ৩৮২ রানে হারলো বাংলাদেশ পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ! বাহুবল সদর কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব; জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাহুবলে সর্বজনিন পেনশন স্কীম অবহিতকরণ সভায় অনুষ্ঠিত পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে ওয়াশ অংশীদারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সৌহাদ্য-৩ কর্মসূচির উপজেলা পর্যায়ে ডিপিএইচই, ইউনিয়ন পরিষদ ও অন্যান্য ওয়ার্শ অংশীদারদের সাথে সোমবার দুপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেয়ার বাংলাদেশ ও ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সমন্বয় সভায় সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা সমন্বয়কারী একেএম রফিকুল ইসলাম প্রেজেন্টেশনের প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার , মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, কেয়ার বাংলাদেশ এর ওয়াশ প্রোগ্রামের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার সাবেদ আলী, সৌহার্দ্য-৩ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী, টিও এসডি রায়হান কবীর, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎ¯œা আক্তার, সাজেদা ফাউন্ডেশনের ব্যবস্থাপক লুতফর রহমান প্রমুখ।
সভায় সাধুরপাড়া, মেরুরচর, বগারচর, নিলাখিয়া ইউনিয়নে স্যানিটেশন ব্যবস্থা, কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি নিশ্চিত করা, নলকূপ স্থাপন, বিভিন্ন ইউনিয়নকে খোলা পায়খানা মুক্ত এলাকা ঘোষণার কার্যক্রম সহ ওয়াশ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com