মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন
মুজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কারনে বাড়তি নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের ঘন্টাব্যাপী মোটরবাইক মহড়া অনুষ্টিত হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন-এর নেতৃত্বে নবীগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে এ মহড়াটি পৌর বাস টার্মিনাল, উপজেলা সড়ক, ওসমানী রোড, হবিগঞ্জ নবীগঞ্জ সড়ক, হাসপাতাল রোড ও আব্দুল মতিন চৌধুরী স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মহড়াটি প্রদক্ষিণ করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা নবীগঞ্জ থানায় বিশেষ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ।