মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৩ এমপি। তারা হলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরিগঞ্জ) এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) এডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) এডভোকেট মাহবুব আলী। এদিকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে শেষ খবর আওয়ামী লীগ দলীয় কাউকেই মনোনয়নের চিঠি দেয়া হয়নি। সূত্র জানিয়েছে আসনটি মহাজোটের জন্য সংরক্ষিত আছে।
রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।