শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ের স্বনামধন্য পরিবারের সন্তান আবিদা সুলতানা মলি সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। মলি বানিয়াচংয়ে প্রতিষ্ঠিত ডাক্তার ইলিয়াছ একাডেমি থেকে এসএসসি ও সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১ম বিভাগে অনার্স মাস্টার্সসহ ডিগ্রী কৃতিত্বের সহিত সম্পন্ন করেন।
পাশাপাশি তিনি জুডিসিয়াল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। আবিদা সুলতান মলি বর্তমানে সিলেট জজ কোর্টে কর্মরত আছেন। তিনি বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের অন্তর্গত মিয়াখানী খানবাড়ির সাদত আলী খান (রতু) এর একমাত্র কন্যা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও ডাক্তার ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক মো: হেমায়েত আলী খানের চাচাতো বোন।
কর্মজীবন সুচারুভাবে পরিচালনার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন সদ্য সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়া আবিদা সুলতানা মলি।