শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

বাংলা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল

ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন বাংলা টিভির হেড অব নিউজ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল। মঙ্গলবার থেকে তিনি বাংলা টিভিতে অফিস করা শুরু করেছেন।

এর আগে তিনি যমুনা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাগো নিউজকে বলেন, আজ (মঙ্গলবার) থেকেই অফিস শুরু করেছি। বাংলা টিভি লন্ডনে প্রায় ১৮ বছর ধরে চলছে। দেশে নতুন করে সম্প্রচার শুরু করেছে। আমরা সংবাদ এবং বিনোদন দুটি ক্ষেত্রেই ভিন্ন মাত্রা যোগ করতে চাই। আমাদের একটি ভিশন আছে। এজন্য সবার সহযোগিতা চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করা জাকারিয়া কাজল যমুনা টেলিভিশন ছাড়াও দৈনিক ইনকিলাব ও বিডিনিউজে কাজ করেন।

উল্লেখ্য, লন্ডনের পর চলতি বছরের মে মাস থেকে দেশে সম্প্রচার শুরু হয়েছে বাংলা টিভির। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com