শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলা জামায়াত ইসলামীর নেতা ডা: আব্দুল হান্নান আরজুকে আটক করেছে ডিবি পুলিশ ।
সোমবার (৩ ডিসেম্বর) রাত দুইটার দিকে ডিবি’র ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা নেতৃত্বে একদল ডিবি পুলিশ জাতুকর্ণপাড়া (নাগের) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ডা: আব্দুল হান্নান আরজু উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন। বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ আছে তা আমার জানা নাই। কি কারণে ডিবি পুলিশ তাকে আটক করেছে তা বলতে পারছিনা।
এ বিষয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে কথা হলে তিনি আটকের সত্যতা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে।