রবিবার, ২১ জুলাই ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবলে সমস্যা, সম্ভাবনা ও চলমান সাময়িক পরিস্থিতি শীর্ষক মতবিনিময়

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার সমস্যা, সম্ভাবনা এবং চলমান সাময়িক পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহুবল অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম. এ. জলিল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, মাহবুবুর রহমান শফিক, আব্দুর রেজ্জাক, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুকুর রশীদ, আমরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক এম. এ. মজিদ তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, মাওলানা তাজুল ইসলাম, কৃষকলীগ নেতা সাহাবউদ্দিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com