শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আলমগীর চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আউশকান্দিতে বিশালশতাধিক মোটর-সাইকেল শুভাযাত্রার মধ্য দিয়ে আলমগীর চৌধুরীকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর বিশাল মোটর সাইকেল শুভাযাত্রা ও গাড়িবহর সহকারে নবীগঞ্জ শহরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পথসভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আজ সু-সংগঠিত। দুর্নীতি, সন্ত্রাস, চাদাঁবাজ ও চাটুকার মুক্ত দল হিসেবে আওয়ামীলীগকে গড়ে তোলতে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ও জয়গান গেয়ে যাবো। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন অভিভাবক শূন্য, দেশে তাদের অস্তিত্ব নেই, বিএনপি এখন ঠিকানা বিহীন, যাদের ঠিকানা নেই তাদের ক্ষমতায় আসার সম্ভবনাও নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠন দেশে অনেক এমপি মন্ত্রীর জন্ম দিয়েছে। তাই সকলে মিলে এই সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে হবে।

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম ছানু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিনুর রহমান অহি প্রমুখ।

এসময় নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতিঁলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com