বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে ফেন্সিডিলসহ সুরুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ইসলামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত সুরুক মিয়া শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আবদুল মতলিবের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আতটককৃতকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।