বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়া আজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, বুধবার দুইজন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই দুইজনের করোনা ছিলো না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল। তবে তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৩১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন
হবিগঞ্জে ১১৭ জন ও মৌলভীবাজার জেলা ৪৮ জন। বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৪৭ জন।