রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন ১৪ মে (বৃহস্পতিবার) জারি করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ছুটি বাড়ানোর সাথে সাথে ঈদে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে যেখানে অবস্থান করছেন সেখানেই ঈদ করবেন।
ঈদে সরকারি চাকরিজীবীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসসমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।