রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আজ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস| দিবসটির এবারের স্লোগান জীববৈচিত্র্য রক্ষার সমাধান প্রকৃতিতেই। এটিকে সামনে রেখে দিবসটি পালন হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন লাউয়াছড়া ন্যশন্যাল পার্কে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করে।
শুক্রবার (২২মে) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কিছু বণ্যপ্রাণী অবমুক্ত করেছে ।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে সরালী হাঁস ২ টি, অজগর সাপ ১টি, সবুজ ফনি মনসা সাপ ১টি, লজ্জাবতী বানর ১টি অবমুক্ত করা হয়। এই অবমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এসপি আশরাফুজ্জামান । রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিট অফিসার আনোয়ার হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম প্রমুখ। পরে অতিথিরা বনে দুটি বট বৃক্ষ রোপণ করেন।