রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আজ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস| দিবসটির এবারের স্লোগান জীববৈচিত্র্য রক্ষার সমাধান প্রকৃতিতেই। এটিকে সামনে রেখে দিবসটি পালন হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন লাউয়াছড়া ন্যশন্যাল পার্কে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করে।

শুক্রবার (২২মে) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কিছু বণ্যপ্রাণী অবমুক্ত করেছে ।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে সরালী হাঁস ২ টি, অজগর সাপ ১টি, সবুজ ফনি মনসা সাপ ১টি, লজ্জাবতী বানর ১টি অবমুক্ত করা হয়। এই অবমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এসপি আশরাফুজ্জামান । রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন, লাউয়াছড়া বিট অফিসার আনোয়ার হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম প্রমুখ। পরে অতিথিরা বনে দুটি বট বৃক্ষ রোপণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com