মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

চুনারুঘাটে রাব্বি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে রাব্বি হত্যা মামলার প্রধান আসামি কামাল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট থানা পুলিশ শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া নামক গহীন অরণ্য থেকে তাকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক কামাল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামালকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়েছে।

প্রকাশ, ২০ মে রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের পরিত্যক্ত বাল্লা রেললাইনে মাদক কারবারিরা কিশোর রাব্বিকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানে। এ ঘটনায় রাব্বির বাবা ফিরোজ মিয়া চুনারুঘাট থানায় কামাল মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com