মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারর শ্রীমঙ্গলে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শহরের সিন্দুরখাঁন সড়কের পাশে ড্রেন থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা ধারনা করছেন শিশুটির আনুমানিক ৩-৪ দিন আগে ভূমিষ্ট হয়।
শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।