বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এটিই করোনায় একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।  এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৮৪৭ জন। মোট ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও  তিন হাজার ৬৮২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে দাঁড়াল।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। মারা গেছেন আরও ৬৪ জন। তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে সাত জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও তিন জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মারা গেছেন এক হাজার ৮৪৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

গত ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com