শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: দেশের ফুটবলের উন্নায়নের জন্য কাজ করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগানো আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজস্ব উদ্যোগে গড়ে তোলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এই একাডেমি থেকে নিয়মিত ফুটবলারদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করছেন।
গত ১ লা মে থেকে চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগান মাঠে প্রাথমিকভাবে শুরু করেছেন প্রশিক্ষণ। বর্তমানে ফুটবলার রয়েছেন ৮০ জন। তাদের প্রশিক্ষণের জন্য কোচ রেখেছেন ৩ জন। যাদের সম্মানীও ব্যারিস্টার সুমন বহন করেন।
এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানান, দেশে ফুটবল উন্নয়নের জন্য তিনি নিজ উদ্যোগে গড়ে তোলেছেন একাডেমি। এই একাডেমি থেকে ফুটবলারা নিয়মিত প্রশিক্ষন নিতে পারবে। তার বিশ্বাস এই একাডেমি থেকেই দেশের নামিদামি খেলোয়ার বের হতে পারবে। গত ১ মাস যাবত প্রতিদিন বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগান মাঠে ৮০ জন ফুটবলারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।