শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ডেংগার বন গ্রামের বেগুন চাষে কৃষক শিপনের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে ৷ কৃষক শিপন মিয়া হাইব্রিড, পাপল কিং জাতের বেগুন চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন ৷ আবহাওয়া ও পরিবেশ সুন্দর হওয়ায় বেগুনের ফলন হয়েছে ভালো। বর্তমানে বাজারে বেগুনের দামও ভালো ৷
কৃষক শিপন মিয়া জানান, তিনি গত ছয় মাস থেকে হাইব্রীড পাপল কিং জাতের এই বেগুন বিক্রি করে আসছেন। এবং বর্তমানেও তার জমিতে পর্যাপ্ত পরিমাণে বেগুন রয়েছে । এখন পর্যন্ত বেগুন বিক্রি করেছেন প্রায় ৮০হাজার টাকা, এবং জমিতে আরো অনেক বেগুন রয়েছে যা তিনি পর্যায়ক্রমে বিক্রি করছেন।
তিনি জানান, উৎপাদনে তার খরচ হয়েছে মাত্র 8 হাজার টাকার মতো। বর্তমানে বাজার দর পাচ্ছেন কেজি প্রতি ২৪ থেকে ২৫ টাকা ৷
দুই বছর যাবত তিনি লাল তীর সীডের পাপল কিং জাতের বেগুন চাষ করেছেন যা সত্যিই চমৎকার ফলনশীল ও বাজারে চাহিদা বেশি এই জাতের বেগুনের ৷
এ বিষয়ে লাল তীর সীড লিঃ এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী জানান, এ জাতটি একটি অতি উত্তম গ্রীষ্মকালীন বেগুনের জাত । তবে এটি বর্তমানে সারা বছরই চাষ হচ্ছে। হাইব্রিড বেগুন পাপল কিং ২৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, প্রতি গাছে ৬০ থেকে ৭০টি ফল ধরে।
তিনি জানান এর আরো একটি গুন হলো এটি তাপ বৃষ্টি ও লবণাক্ততা সহনশীল। জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী বহুল পরিচিত ও জনপ্রিয় একটি জাত। এই জাতটি আকর্ষণীয় চকচকে বেগুনি রংয়ের হয়, খেতে অত্যন্ত সুস্বাদু ফল ৷ বীজ বপনের ৬০ থেকে ৭০দিনের ভিতরে ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন ৪৫ থেকে ৫৫ টন হয়ে থাকে ৷ জাতটি ইতিমধ্যে ব্যাপক পরিচিত হয়েছে এবং কৃষকের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ৷
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, পাপল কিং জাতটির ফলন সত্যিই চমৎকার এবং আকর্ষণীয় । ইচ্ছে করলে কৃষকরা বারো মাস পাপল কিং বেগুন চাষ করতে পারবে এবং ফলনও ভালো হবে ৷