বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

সামাজিকভাবে জনপ্রতিনিধিরা কলুষিত হলে দেশ ও সমাজ কলুষিত হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ সামাজিক ভাবে জনপ্রতিনিধিরা কলুষিত হলে দেশ ও সমাজ কলুষিত হবে, তা কোন অবস্থাতেই করতে দেয়া হবে না। কলুষিত পরিবেশে ভালো মানুষেরা রাজনীতির মাঠে থাকতে চান না। তাই আপনারা সকলে সর্তকতার সহিত নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। সমাজে কোন বিচার আচারে আর্থিক লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে অর্থ উর্পাজন করে দেশ, সমাজ ও রাজনীতিকে কলুষিত করা যাবেনা। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়া। এ লক্ষ্যে সবাই মিলে কাজ করে দেশটিকে শতভাগ দারিদ্র মুক্ত করতে হবে। আজ (১৬ অক্টোবর) শুক্রবার বিকেলে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কিডনী ডায়ালাইসিস সেন্টার লাকসাম শাখার শুভ উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এ কথা গুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, সড়ক-মহাসড়কসহ সকল উন্নয়ন কর্মকান্ডে গুণগত মানের কাজ চাই। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ঠিকাদার কেউ দায়িত্বে অবহেলা করতে পারবেন না। এখন উন্নয়ন কাজে কাউকে চাঁদা দিতে হয়না। যথাযত মানের কাজ না করলে বিল আটকে যাবে। কেউ দুর্নীতিতে জড়াবেন না, জড়ালে কাউকে ছেড়ে দেয়া হবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাইপাস এলাকায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে ও লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, যমুনা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ, এলজিইডি চিফ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহবত আলী।

অপর দিকে স্থানীয় সরকারমন্ত্রী ওইদিন সন্ধ্যায় দাতা সংস্থার অর্থায়নে লাকসাম পৌরসভার বিভিন্ন প্রকল্পের মধ্যে দক্ষিন লাকসাম সাহাপাড়া এলাকায় আরসিসি রাস্তা, ড্রেন, ডাকাতিয়া নদীর উপর সামনির পুল ব্রীজ , উত্তর লাকসাম-পেয়ারপুর, কলেজ রোড ব্রীজ, ড্রাস্টবিন প্রকল্প, বঙ্গবন্ধু কর্নার ও পৌর ভবন সম্প্রসারণ ও আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com