বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার ( ২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহন শেষে চশমা মার্কা প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন তিনি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে এম এ রহিম পেয়েছেন ২০১ ভোট।
১৫ টি কেন্দ্রে ৯৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।