বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

তরফ নিউজ ডেস্ক: দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে নারী ও পুরুষ ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের জন্য মোট ১ হাজার ৮ শ’ ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ১ হাজার ৭ শ’ ৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ শ’ ২৮ জন লড়ছেন।

অপরদিকে প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়, স্থগিতকৃত আসনটিতে আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ টি সংসদীয় আসনে মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬ শ’ ৭৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩ শ’ ৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩ শ’ ১২ জন। দেশব্যাপী ৪০ হাজার ১ শ’ ৮৩ ভোট কেন্দ্রের ২ লাখ ৬ হাজার ৪ শ’ ৭৭টি বুথে ভোট প্রদান করেছেন।

নির্বাচন কমিশন ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রাহণ করেছে। আসনগুলো হলো, ঢাকা-৬ এবং ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

প্রবর্তিত নতুন নির্বাচনী আইন অনুযায়ী, মোট ৩৯ টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মোট ৬ লাখ ৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিচালনায় মোট ৪০ হাজার ১ শ’ ৮৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২ লাখ ৭ হাজার ৩ শ’ ১২ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ১৪ হাজার ৬ শ’ ২৪ জন পুলিং কর্মকর্তার পাশাপাশি ১ হাজার ৩ শ’ ২৮ জন নির্বাহী মেজিস্ট্রেট এবং ৬ শ’ ৪০ জুডিশিয়াল মেজিস্ট্রেট ১ শ’ ২২ টি নির্বাচনী তদন্ত কমিটিতে নিয়োজিত রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com