শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

নতুন মন্ত্রিসভায় সাত গণমাধ্যম কর্ণধার

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় গণমাধ্যমের সাতজন কর্ণধার রয়েছেন। এদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

রোববার দুপুরের পর মন্ত্রনালয়সহ ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের তালিকা।

এরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তাজুল ইসলাম। তিনি কুমিল্লা-৯ আসন থেকে জয়ী হন। মো. তাজুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ এর কর্ণধার।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত হন। তিনি একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্ণধার। তার মালিকানায় রয়েছে জিটিভি, সারাবাংলা (অনলাইন পত্রিকা), দৈনিক সারাবাংলা (প্রকাশিতব্য)।

এদিকে শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। আজকের দর্পন নামে একটি দৈনিকের কর্ণধার তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রংধনু নামে একটি টিভি অনুমোদন পেয়েছে।

দূরন্ত টিভির মালিকানায় রয়েছেন মো: শাহরিয়ায় আলম। তিনি প্রতিমন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাজশাহীর-৬ আসন থেকে তিনি নির্বাচিত হন।

প্রতিমন্ত্রী হিসেবে কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার মালিকানায় রয়েছে মোহনা টিভি। কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ থেকে জয়ী হন।

এছাড়া মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হন। তার মালিকানায় রয়েছে বিজয় টিভি।

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জনকে উপমন্ত্রী করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com