মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

সুনামগঞ্জে হাওড় বাঁচাতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে হাওড়ের বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পি আই সি) গঠনে সরকারী আদেশ উপেক্ষা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ আন্দোলন।

শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারসহ জেলার বাকি ১০ উপজেলায় একযোগে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষিজীবী সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত সকল উপজেলায় পি আই সি গঠন হয়নি। যে সব পিআইসি হয়েছে সেগুলো বিতর্কিত। সময় মত বাঁধের কাজ শেষ করা, নীতিমালা অনুযায়ী গণশুননির মাধ্যমে পিআইসি গঠন, অপ্রয়োজনীয় বাঁধ ও পকেট কমিটি বাতিল করে হাওড়ের কৃষকদের নিয়ে গণশুননির মাধ্যমে পিআইসি গঠনের দাবি জানান বক্তারা।

বক্তারা অবিলম্বে সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এবারও লাখ লাখ কৃষকে সোনার ফসল অনিরাপদ থাকবে এইসব লুটেরাদের হাতে এবং ২০১৭ সালের মত ভয়াবহ ফসল বিপর্যয়ে আশঙ্কার কথাও বলেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুল মজিদ খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, সদস্য ডা. মুর্শেদ আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক দুলাল মিয়া, সদর উপজেলার সদস্য সচিব শহিদ নুর আহমদ প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com