শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বরিশাল সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা বাছাই প্রক্রিয়ার প্রথম দিনে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টি ও একই দলের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ রোববার সকাল থেকে এই বাছাই কার্যক্রম শুরু হয়। চলবে কাল সোমবার পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঋণখেলাপি হওয়ায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী (জাপার বিদ্রোহী) বশির আহম্মেদ মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনকারীদের (ভোটার) যে তালিকা দিয়েছেন, তা সঠিক না হওয়ায় তাঁর মনোনয়নও বাতিল করা হয়েছে।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দীন খান এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গত ২৮ জুন আটজন মনোনয়নপত্র দাখিল করেন। এঁরা হলেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির ইকবাল হোসেন, বাসদের মনীষা চক্রবর্তী, সিপিবির আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ, খেলাফত মজলিশের এ কে এম মাহবুব আলম। এঁদের মধ্যে দুজন ছাড়া বাকি ছয়জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে ৩০ জুলাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com