মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনাভাইরাসের উর্দ্বমূখী পরিস্থিতিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৭৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন।
সোমবার (২৮ জুন) জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়েছে ভ্রাম্মমাণ আদালত। এসময় শহরের বিভিন্ন স্থানে স্বাস্থবিধি অমান্য করায় ৭৪ ব্যক্তিকে ২৬ হাজার ৫৫০ টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, মহামারী কোভিভ – ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ৭৬ জন ব্যক্তিকে এ অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।